Super Surprise Campaign

এপেক্স এর ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আগামী ২৪ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত আমরা আয়োজন করেছি সুপার সারপ্রাইজ ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে থাকছে সম্পূর্ণ বিলের উপরে নিশ্চিত ৫% এবং সর্বোচ্চ ২৫% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ।

শর্ত সূমহ :

 • অবশ্যই কাস্টমারদের ফোন নাম্বার দিয়ে বিল করতে হবে।
 • কাস্টমার প্রদত্ত মোবাইল নাম্বারে এস. এম. এস এর মাধ্যমে ডিসকাউন্ট প্রমো কোড গ্রহণ করবেন।
 • প্রমো কোডটির মেয়াদ থাকবে ১০ মিনিট।
 • প্রমো কোডটি ক্যাশ কাউন্টারে বিল করার সময় দেখাতে হবে ।
 • প্রাপ্ত ডিসকাউন্ট প্রমো কোড অনুযায়ী অটোমেটিক কাস্টমার তার ৫% - ২৫% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
 • শুধুমাত্র এপেক্স স্টোরে এই অফারটি প্রযোজ্য, অনলাইন, ডিসকাউন্ট শপ,এপেক্স গ্যালারিয়া শপ -এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
 • এই অফারটি ডিসকাউন্ট যুক্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
 • সুপার সারপ্রাইজ ক্যাম্পেইন এ অন্য কোন কুপন / ভাওচার ব্যবহার করা যাবে না।
 • সুপার সারপ্রাইজ এর সময় পয়েন্ট এড হবে না কিন্তু রিডিম করা যাবে।
 • সুপার সারপ্রাইজ বিজয়ী কাস্টমারদের কাছ থেকে তাদের মন্তব্য ও ছবি (নাম ও ফোন নাম্বারসহ) নিয়ে রাখা হবে স্মৃতি হিসেবে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে এপেক্স প্রকাশ করবে।
 • নেটওয়ার্ক জনিত সমস্যার কারনে এস. এম. এস আসতে বিলম্ব হলে, এপেক্স কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।
 • এই অফারটি সীমিত সময়ের জন্য। কোন নোটিশ ছাড়া, যেকোনো সময় এপেক্স কর্তৃপক্ষ অফারটি পরিবর্তন, সংশোধন ও বন্ধ করতে পারে।